তিন মাসের মধ্যে অনেক কষ্ট লাঘব হবে: শিল্পমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ১২:৩১ পিএম, ২৬ আগস্ট ২০২২

 

দেশের পরিস্থিতি ঠিক হয়ে আসবে। আগামী তিন মাসের মধ্যে অনেক কষ্ট লাঘব হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, সিমেন্ট থেকে শুরু করে সব নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে। আমাদের ব্যবসায়ীরা একটু বেশি সুযোগ নেয়। ব্যবসায়ীদের কোনোভাবেই আমরা নীতিমালার মধ্যে আনতে পারিনি। শুধু সার বা নির্মাণ সামগ্রী নয়, চেষ্টা করছি সার্বিকভাবে বাজার নিয়ন্ত্রণের জন্য।

তিনি আরও বলেন, বিশ্ববাজারে মন্দা আছে। আমরা চেষ্টা করবো তাদের সঙ্গে সমন্বয় করে চলতে। যে পরিস্থিতিই সৃষ্টি হোক কৃষিকে আমরা বাঁচিয়ে রাখবো। বাংলাদেশে কোনো অভাব হবে না।

এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সচিব জাকিয়া সুলতানাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।