ঝড়ে পড়া শিশুদের স্কুলমুখী করতে বাড়ি বাড়ি গেল শিশুরা
দিনাজপুরের বীরগঞ্জে এক ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে দিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার রাংগালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু স্কুল শিশু শিক্ষার্থীদের নিয়ে এক র্যালির আয়োজন করে। র্যালিতে ৩নং শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান কেএম কুতুপ উদ্দিন অংশ নেন।
অনুষ্ঠানটি শুধু র্যালিতে সীমাবদ্ধ ছিল না। এদিন শিশুরা ব্যানার নিয়ে ফেস্টুন নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ঝড়ে পড়া শিশুদের স্কুলমুখী করতে অভিভাবকদের অনুরোধ জানায়।
র্যালি শেষে স্কুল প্রাঙ্গনে প্রধান শিক্ষক ফজলুল হক বলেন, আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি বিদ্যালয়টিকে একটি ব্যাতিক্রম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে জাতিকে একটি ভালো শিক্ষা ব্যবস্থা দানের। তিনি এ ব্যাপারে স্থানীয় জনগণ, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান।
এমদাদ/ এমএএস/পিআর