পরিত্যক্ত ঘর থেকে ২৪০০ লিটার ডিজেল জব্দ
জব্দ করা ডিজেল
চাঁদপুরের উত্তর মতলব উপজেলায় ২ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা।
সোমবার (২৯ আগস্ট) দুপুর ২টায় অভিযান চালিয়ে উপজেলার দশআনি এলাকার দুটি পরিত্যক্ত ঘর থেকে এসব তেল জব্দ করা হয়।
দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লে. কাজী আকিব আরাফাত জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযান পরিচালনা করেন চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. মাশহাদ উদ্দিন নাহিয়ান। জব্দকৃত ডিজেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনানুগ ব্যবস্থা নিতে জব্দ ডিজেলগুলো মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
নজরুল ইসলাম আতিক/এসজে/এএসএম