যত্রতত্র বালু রেখে বিক্রি, সাত প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ৩০ আগস্ট ২০২২

চাঁদপুরের হাজীগঞ্জে আইন না মেনে যত্রতত্র বালু রেখে বিক্রির দায়ে সাত প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম।

হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ বালুর ঘাটের দেশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নজরুল ইসলামকে ১ লাখ টাকা, বাংলাদেশ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী শাহাজান ব্যাপারীকে ১ লাখ টাকা, তালুকদার বিল্ডার্সের স্বত্বাধিকারী মঞ্জু তালুকদারকে ১ লাখ টাকা, মেসার্স শাহপরান এন্টারপ্রাইজের শাহপরানকে ৫০ হাজার টাকা, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোডের ইকবাল অ্যান্ড ব্রাদার্সের চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে ২ লাখ টাকা, ডাকাতিয়া নদীর সেতুর দক্ষিণ পাড়ে বালুমহালের মালিক মিলন চৌধুরীকে ১ লাখ আর আক্তার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাতটি প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নজরুল ইসলাম আতিক/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।