মানিকছড়ির ডিসি পার্ক লেকে গোসলে নেমে তরুণের মৃত্যু
ফাইল ছবি
খাগড়াছড়ির মানিকছড়িতে ডিসি পার্কের লেকে গোসলে নেমে মো. রুবেল হোসেন (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন পান্নাবিল এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে ভোলাইয়াপাড়ার ৭/৮ তরুণ ডিসি পার্ক লেকে নামে। লেকে নৌকা চালানো শেষে গোসলের এক পর্যায়ে রুবেল হোসেন ডুবে যায়। এক পর্যায়ে বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির ৩০ মিনিট পরে লেকের মাটিতে পা আটকা অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করে। পরে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
মুজিবুর রহমান ভুইয়া/এএইচ/জিকেএস