অতিরিক্ত দাম লেখায় এলজি-বাটারফ্লাই শো-রুমের জরিমানা
পণ্যের গায়ে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম লেখার দায়ে চাঁদপুরে এলজি-বাটারফ্লাইয়ের একটি শো-রুমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের কালীবাড়ি মোড় এলাকায় এই অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
অভিযানে পণ্যের দাম বেশি লেখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ নানা অনিয়মের অভিযোগে মোট তিনটি প্রতিষ্ঠানের ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার কার্যালয়ের দেওয়া তথ্য মতে, শহরের কালীবাড়ি মোড় এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনজনিত কারণে তিন প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

অভিযানে এলজি-বাটারফ্লাই শো-রুমে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামের প্রাইস ট্যাগ বা অতিরিক্ত দাম লেখার দায়ে ২০ হাজার টাকা, বনফুল কেক অ্যান্ড ফাস্ট ফুডে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন বেকারি আইটেম বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা ও হাজী বিরিয়ানি হাউজের রান্নাঘর তদারকিকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ করায় ও টয়লেটের ভেতর কমোডের আশপাশে খাবার রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযানে সব পণ্য ন্যায্য মূল্যে বিক্রিসহ ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদের সচেতন করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁদপুর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক নুর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নজরুল ইসলাম আতিক/এমআরআর/জিকেএস