‘যৌক্তিক কারণ ছাড়া নির্বাচনে অংশ না নিলে জনগণ প্রাধান্য দেয় না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২২

যথাসময়ে আইন ও নিয়ম অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, নির্বাচন যদি সঠিকভাবে হয় বাংলাদেশের মানুষ সবসময় উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে। কোনো একটি বা দুটি দল, হতে পারে সেগুলো বড় দল, তারা যদি যৌক্তিক কারণ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকে, অতীতে আমরা দেখেছি, জনগণ সেই দলের মতামতকে খুব একটা প্রাধান্য দেয় না।

বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

jagonews24

মন্ত্রী আরও বলেন, ‘অতীতে কয়েকটি বড় নির্বাচনে আমরা দেখেছি জনগণ উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেছে। একটি দুটি বড় দল অংশ নেয়নি। তবে ভালো নির্বাচন হয়েছে। আগামী নির্বাচনে যারা নির্বাচন করার যোগ্য এমন সব দল অংশগ্রহণ করবে এবং ভালো নির্বাচন হবে। (তবে) নির্বাচনের সব ব্যবস্থা থাকার পরও যদি কোনো দল না আসে সেটি তাদের রাজনৈতিক অধিকার। তবে আমরা চাই সবার অংশগ্রহণে নির্বাচন হোক। কিন্তু কেউ যদি শুধু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অংশগ্রহণ না করে তাহলে তাদেরতো ধরে-বেঁধে নিয়ে আসার কোনো সুযোগ নেই।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।

নজরুল ইসলাম আতিক/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।