হবিগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০২:২৯ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২২

হবিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী রঙ্গু মিয়াকে আটক করেছে পুলিশ। বুধবার তাকে আটক করা হয়। এর আগে সন্ধ্যা ৭টার দিকে রুপিয়া বেগমকে (৪৫) হত্যা করা হয়।

নিহত রুপিয়া বেগম সদর উপজেলার রিচি গ্রামের মৃত রজব আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে রুপিয়া বেগমের সঙ্গে বিয়ে হয় রঙ্গু মিয়ার। বিয়ের পর তাদের ঘরে ৩ ছেলে ও এক মেয়ে জন্ম নেয়। এরই মধ্যে তাদের মাঝে সৃষ্টি হয় পারিবারিক কলহ। দীর্ঘদিন রুপিয়া বেগম পিত্রালয়ে অবস্থান করেন। পরে সন্তানরা বড় হলে পুনরায় তিনি স্বামীর ঘরে ফিরে আসেন।

বুধবার দুপুরে স্ত্রীর কাছে টাকা চান রঙ্গু মিয়া। স্ত্রী টাকা না দিলে তিনি উত্তেজিত হয়ে স্ত্রীকে গালমন্দ করেন। সন্ধ্যায় রুপিয়া বেগম ঘরে ঘুমিয়ে থাকলে রঙ্গু মিয়া একটি কুঠার দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করেন। আশংকাজনক অবস্থায় রুপিয়াকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ সুপার এসএম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল ও সদর থানার ওসি গোলাম মর্তুজা হাসপাতালে ছুটে যান।

সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, স্বামী রঙ্গু মিয়াকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।