সারের দাবিতে বিক্ষোভ করায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২২

জামালপুরে সারের দাবিতে বিক্ষোভ করায় মো. সাইদুর রহমান নামের আওয়ামী লীগের এক নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শামীম ইয়াজদানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর স্থানীয় গাড়ামারা গ্রামের রাস্তায় এলাকার কিছু অসাধু ব্যক্তিদের নিয়ে সারের দাবিতে সরকার বিরোধী স্লোগান, বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন করেন সাইদুর রহমান। এছাড়াও সাংবাদিকদের ডেকে এনে সরকার বিরোধী বক্তব্য দিয়েছেন তিনি। এসব কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার হলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। দায়িত্বশীল পদে থেকে সরকার বিরোধী পদক্ষেপ নেওয়ায় তাকে আওয়ামী লীগের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

এছাড়াও কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান জাগো নিউজকে বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এনিয়ে গত ৪৮ দিনে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩১ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।