রাজশাহী মেডিকেলে আরও দুজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গে দুজন মারা গেছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রি. জে. ডা. শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মহানগরীর বোয়ালিয়া এলাকার ৭০ বছরের শামসুল রহমান ও পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি গ্রামের ৩৫ বছরের মাবিয়া করোনা উপসর্গে মারা গেছেন। এদের দুজনের শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ ছিল। শামসুল রহমান গত ১৮ দিন থেকে এবং মাবিয়া ১৫ দিন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের দেওয়া তথ্য মতে, করোনা ওয়ার্ডের ২৪ বেডের বিপরীতে ৫ রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে দুজন করোনা পজিটিভ। অপর দুজনের উপসর্গ রয়েছে এবং একজনের উপসর্গ থাকলেও করোনা নেগেটিভ। গত ২৪ ঘণ্টায় দুজন রোগী ছাড়পত্র নিয়ে ফিরে গেছেন।

মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে একজনের নমুনায় করোনা ধরা পড়েছে। এ ল্যাবে রাজশাহীসহ জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দেওয়া নমুনা পরীক্ষা করা হয়।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।