লক্ষ্মীপুরের কমলনগর

বৈঠকে উপজেলা ছাত্রলীগ সভাপতিকে চড় মারলেন সাধারণ সম্পাদক!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:৫৭ এএম, ১১ সেপ্টেম্বর ২০২২
উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক/ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন সোহেলকে বৈঠকে বসে চড় মেরেছেন সাধারণ সম্পাদক আজাদ বাঘা। এরপর দুপক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কমলনগর উপজেলা কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।

সভাপতির বৈঠকে বসে চড় মারার কথা অকপটে স্বীকার করেছেন সাধারণ সম্পাদক আজাদ বাঘা। তিনি বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীর বিরুদ্ধে কথা বলায় আমি সভাপতিকে চড় দিয়েছি। কথা কাটাকাটিও হয়েছে। পরে তা সমাধানও হয়ে গেছে।’

প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতারা জানিয়েছেন, জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার সংবর্ধনা ১২ সেপ্টেম্বর। এ উপলক্ষে কমলনগর উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৈঠকে বসেন। সেখানে নেতাকর্মীদের জন্য বিভিন্ন এলাকায় ১১টি বাস দেওয়ার সিদ্ধান্ত হয়।

একপর্যায়ে আধিপত্য নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক মারামারিতে জড়িয়ে পড়েন। এতে শীর্ষ দুই নেতা ছাড়াও পাটোয়ারীহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সবুজ হোসেন, ছাত্রলীগ নেতা মো. রবিন ও ফারুক হোসেন আহত হয়েছেন। তাদের মধ্যে রবিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন সোহেল বলেন, ‘নিজেদের মধ্যে হালকা ভুল বুঝাবুঝি হয়েছিল। পরে সমাধান হয়ে গেছে।’

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া জানায়, ঘটনাটি কেউ তাদের জানাননি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে।

কাজল কায়েস/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।