অপহরণের ১০ দিন পর কলেজছাত্রী উদ্ধার


প্রকাশিত: ০৭:০৭ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে অপহৃত এক কলেজছাত্রীকে সুনামগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের ১০ দিন পর রোববার সকালে সুনামগঞ্জ সদরের দেওয়ারা বাজার এলাকা থেকে থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহৃত ওই ছাত্রী আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় মোশাররফ হোসেন নামে (১৮) এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মোশাররফ যাত্রাপুর গ্রামের আউয়াল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি কলেজে যাওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে ওই কলেজছাত্রীকে উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে একই গ্রামের আওয়াল মিয়ার ছেলে মোশাররফ হোসেন অপহরণ করে। এ ঘটনায় ওইদিনই অপহৃতের মা বাদী হয়ে মোশাররফের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সুনামগঞ্জ সদরের দেওয়ারা বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করে। এ সময় পুলিশ অপহরণকারী মোশাররফকেও আটক করে।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।