উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ হারালেন তরুণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২
হামলায় নিহত তরুণ মাজহারুল ইসলাম

টাঙ্গাইলে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার এক তরুণের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত প্রায় ১টার দিকে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত তরুণ মো. মাজহারুল ইসলাম (২১) সখীপুর উপজেলার কালিয়ান দক্ষিণপাড়া এলাকার আ. মালেক মিয়ার ছেলে এবং সরকারি সা’দত কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

এ হামলার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শনিবার (১০ সেপ্টেম্বর) সাতজনের নাম উল্লেখ করে সখীপুর থানায় একটি মামলা করেছেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, উপজেলার কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এলাকার বিবাহিত বনাম অবিবাহিতদের সমন্বয়ে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে আসা মেয়েদের নানাভাবে উত্ত্যক্ত করে কালিয়ান দোহানিয়া পাড়ার কয়েকজন বখাটে। এসময় মাজহারুল তাদের প্রতিবাদ করলে ঘটনাস্থলেই তাকে কিল-ঘুষি দেয় স্থানীয় বখাটে ইয়ারুল ও তার সহযোগিরা।

পরে খেলা শেষ করে বাড়ি ফেরার পথে ইয়ারুল ইসলাম (১৯), ছাব্বির আহমেদসহ (১৯) সাত-আটজনের একটি সংঘবদ্ধ দল লোহার রড, দা, দিয়ে মাজহারুলের ওপর আবার আক্রমণ করে। এসময় চিৎকার শুনে তার বাবা ও অন্যান্যরা এগিয়ে এসে মাজহারুলকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে বদলি করেন। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত প্রায় ১টায় মাজহারুলের মৃত্যু হয়।

মাজহারুলের বাবা আ. মালেক বলেন, অনেক চেষ্টা করেও আমার ছেলেটাকে বাঁচাতে পারলাম না। বখাটেদের হামলায় ছেলেটা মারাই গেলো।

ওই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, হামলার ঘটনায় মাজহারুলের বাবা বাদী হয়ে মামলা করেছেন। তার মৃত্যুতে ওই মামলাতেই ৩০২ ধারা যুক্ত করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরিফ উর রহমান টগর/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।