২১ ঘণ্টা পর নওগাঁর অভ্যন্তরীণ সবরুটে বাস চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২

২১ ঘণ্টা পর নওগাঁর অভ্যন্তরীণ সবরুটে বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) শ্রমিক ইউনিয়নের আলোচনা শেষে দুপুর আড়াইটা থেকে বাস চলাচল শুরু হয়। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে বাস চলাচল বন্ধ ছিল।

নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, বেলা ১১টায় শ্রমিক ইউনিয়নের আলোচনা হয়। সেখানে সদর থানার ওসি (তদন্ত), ট্রাফিক ইন্সপেক্টর (টিআই), বাস মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। উভয়ের সমন্বয়ে বাস চলাচলের সিদ্ধান্ত হয়।

পরিবহন মালিক-শ্রমিক সূত্র জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে এক চালক রাস্তা থেকে অটোরিকশাটি সরাতে বলে। চালক অটোরিকশাটি না সরিয়ে বাস চালককে উল্টো মারধর করেন। এর প্রতিবাদে জেলার বাকি ১০ উপজেলায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

শ্রমিকরা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি বাস টার্মিনালে ঢুকছিলেন। এ সময় টার্মিনালের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশা যানজটের সৃষ্টি হয়। বাসচালক অটোরিকশাটি সরিয়ে নিতে বলেন। অটোরিকশা চালক ক্ষিপ্ত হয়ে বাসচালক ও তার সহযোগীর কলার ধরে কিল-ঘুষি মারেন। এর প্রতিবাদে নওগাঁর অভ্যন্তরীণ সবরুটে বাস-চলাচল বন্ধ রাখা হয়।

আব্বাস আলী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।