বাঘাইহাট স্কুলে প্রথম এসএসসি পরীক্ষা, সহায়তায় সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম অঞ্চল বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সহায়তায় এবারই প্রথম বাঘাইহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্র সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, সাজেকের দুর্গম শতাধিক গ্রাম থেকে ২২৪ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। যারা অন্তত ২-৩ ঘণ্টা হেঁটে পরীক্ষা কেন্দ্রে এসেছে। আগে তারা বাঘাইছড়ি যেতো। যেখানে তাদের অনেক সময় লাগতো। অনেকে পরীক্ষার সময় সেখানে আত্মীয়-স্বজনের বাসায় থেকে পরীক্ষা দিতো। এবার তাদের দুর্ভোগ কমেছে।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘আগে ৪০ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হতো। এতে ছাত্রছাত্রীদের মূল্যবান সময় ও অভিভাবকদের আর্থিক অনেক ক্ষতি হতো। বিশেষ করে ছাত্রীদের রাখার বিষয়ে অনেক সমস্যা হতো। সেনাবাহিনীর সহায়তায় বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র চালু হওয়ায় এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের অনেক উপকার হয়েছে। একেবারে ঘরের উঠানে পরীক্ষা দেওয়ার মতো।’

মৈত্রী ত্রিপুরা নামের একজন পরীক্ষার্থী বলে, ‘আগে উপজেলা সদরে বাসা ভাড়া করে পরীক্ষা দিতে হতো। এখন বাড়িতে থেকেই পরীক্ষা দিতে পারছি। এতে আমাদের কষ্ট, টাকা, সময় সবকিছু বাঁচবে। এজন্য সেনাবাহিনী ও শিক্ষামন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ।’

jagonews24

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাঘাইহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন সেনাবাহিনীর বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মুনতাসীর রহমান চৌধুরী। এ সময় তিনি কেন্দ্রের সার্বিক ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরে তিনি বলেন, পাহাড়ে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের একটি অংশ হিসেবে সাজেকে এসএসসি পরীক্ষা কেন্দ্র চালু হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

তৎকালীন জোন কমান্ডার লে. কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সহযোগিতায় ১৯৯২ সালে বাঘাইহাট জুনিয়র হাই স্কুল নামে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৯৯ সালে তৎকালীন জোন কমান্ডার লে. কর্নেল আবু সোহেলের সহযোগিতায় সরকারি এমপিওভুক্ত, পরবর্তী সময়ে তৎকালীন জোন কমান্ডার লে. কর্নেল মুহসিন আলমের সহযোগিতায় ২০১০ সালে জেএসসি পরীক্ষার কেন্দ্র অনুমোদন হয়।

বর্তমান জোন কমান্ডার লে. কর্নেল মুনতাসির রহমান চৌধুরীর সহযোগিতায় ২০২২ সালে এসএসসি পরীক্ষার কেন্দ্র (মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম) কেন্দ্র অনুমোদন পায় স্কুলটি। এভাবে স্কুলটি দুর্গম এ অঞ্চলে সেনাবাহিনীর সহায়তায় শিক্ষার আলো ছড়াচ্ছে।

সাইফুল উদ্দীন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।