চাঁদা দাবিতে রাঙ্গামাটি-কাপ্তাই সড়কে অটোরিকশায় অগ্নিসংযোগ
রাঙ্গামাটি-কাপ্তাই সড়কে চাঁদা দাবিতে সিএনজিচালিত একটি অটোরিকশায় অগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের দুই নম্বর আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, যাত্রী নিয়ে চালক কাপ্তাই সড়কের কাছাকাছি পৌঁছালে একদল সন্ত্রাসী পথ আটকে তাদের নামিয়ে দেয়। পরে অটোরিকশাটিতে আগুন লাগিয়ে দিয়ে চলে যায় সন্ত্রাসীরা।
রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, ‘একদল সন্ত্রাসী এ পথে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে তারা এ অগ্নিসংযোগ ঘটিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আসামবস্তি (রাঙ্গামাটি সদর)-কাপ্তাই সড়কে বতর্মানে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। বিকেলে আমরা প্রশাসনের সঙ্গে বসবো। হয়তো আমরা কোনো কর্মসূচি দিতে পারি।’

রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার বলেন, ‘এ রাস্তায় কিছুদিন আগেও আমাদের ছয়জন অটোরিকশা চালককে জিম্মি করেছিল সন্ত্রাসীরা। পরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।’
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয় বলে জানান কাপ্তাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদার জন্য এমন কর্মকাণ্ড ঘটাতে পারে।
সাইফুল উদ্দীন/এসআর/এএসএম