রাঙ্গামাটিতে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২

রাঙ্গামাটিতে চাঁদার দাবিতে সিএনজিচালিত একটি অটোরিকশা পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছেন অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার (১৬ সেপ্টম্বর) বিকেলে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা অটোরিকশা স্টেশনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশ থেকে নেতারা তিন দফা দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। এ সময় রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, আমাদের তিন দফা দাবি—অটোরিকশা শ্রমিকদের নিরাপত্তা দিতে হবে, সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে এবং গাড়ি পুড়িয়ে দেওয়ায় ক্ষতিগ্রস্ত শ্রমিককে ক্ষতিপূরণ দিতে হবে। এ তিন দফা দাবি ৪৮ ঘণ্টার মধ্যে পূরণ না হলে রাঙ্গামাটির সব পরিবহন বন্ধ করে দিয়ে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন এই শ্রমিক নেতা।

সমাবেশে রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার বলেন, ‘আমরা আর কত ক্ষতিগ্রস্ত হবো? সন্ত্রাসীরা আমাদের বহু ভাইকে এর আগেও হামলা ও হত্যা করেছে। কিন্তু আমরা তার কোনো বিচার পাইনি। বিচারহীনতার কারণে সন্ত্রাসীদের ভয় নিয়ে পাহাড়ে গাড়ি চালাচ্ছি। আমরা আজ যে দাবিতে রাস্তায় নেমেছি তার বিচার চাই। অন্যথায় রাঙ্গামাটি অচল করে দেওয়া হবে।’

সমাবেশে রাঙ্গামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পিয়ারু, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম-সম্পাদক মো. বেলাল, অর্থ সম্পাদক অজিত দাশ, দপ্তর সম্পাদক ইউনুস মজুমদার।

আধা ঘণ্টাব্যাপী রাঙ্গামাটি শহরের মূল সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি-কাপ্তাই সড়কের দুই নম্বর আগরবাগান এলাকায় সন্ত্রাসীরা চাঁদার দাবিতে একটি অটোরিকশা পুড়িয়ে দেয় এবং চালককে মারধর করেন। গাড়ি পুড়িয়ে দেওয়া ঘটনাস্থলটি আঞ্চলিক সংগঠন সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) আধিপত্যে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সাইফুল উদ্দীন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।