ঝিনাইদহে ক্রিকেটার আল আমিনের বিচারের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২

ঝিনাইদহের শৈলকূপায় নারী নির্যাতনের অভিযোগে ক্রিকেটার আল আমিন হোসেনের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে কর্মসূচির আয়োজন করেন আল আমিন হোসেনের স্ত্রী ইসরাত জাহান মিশুর স্বজনরা। মানববন্ধনে ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন, আল আমিনের শ্বশুর ছবিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

আল আমিনের শ্বশুর ছবিবর রহমান বলেন, আল আমিন তার স্ত্রীর ওপর দিনের পর দিন অত্যাচার করেছে। মারধর করেছে। আমি এ নির্যাতনের বিচার চাই।

কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন জোয়ারদার মামুন বলেন, ক্রিকেটার আল আমিন হোসেন তার স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতন করেন। তিনি বাইরের মেয়ে নিয়ে এসে তার স্ত্রীর সামনে বসবাস করেন। এর প্রতিবাদ করায় দুই সন্তানসহ স্ত্রীর ওপর অত্যাচার করেন তিনি। এ জন্য তার স্ত্রী মিশু একটি মামলা করেছেন।

ক্রিকেট বোর্ডের সভাপতিকে দেওয়া ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান মিশুর অভিযোগে জানা গেছে, ২০১২ সালে ঝিনাইদহে তাদের বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের সংসারে মাহমুদ আমিন মিনহাজ (৬) ও মাহমুদ আমিন মোহাইমিন (২) নামে দুটি ছেলে সন্তান রয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।