বন্ধের ৯ মাসেও শুরু হয়নি রাস্তার কাজ, ভোগান্তিতে এলাকাবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়ার একমাত্র রাস্তাটির বেহাল দশা। এতে ভোগান্তিতে পড়েছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারী শতাধিক পরিবারের সদস্যরা।

গত ডিসেম্বরে রাস্তাটির সংস্কার কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ভবতোষ এন্টারপ্রাইজ। তবে কিছুদিন যেতে না যেতেই কাজ বন্ধ হয়ে যায়। এর পর প্রায় ৯ মাসেও কাজ শুরু হয়নি।

স্থানীয়রা জানান, গত বছরের ডিসেম্বরে বাঘাইছড়ি পৌরসভার বরাদ্দে মধ্যমপাড়া রাস্তাটির কাজ শুরু হয়েছিল। কিন্তু কয়েকদিন পরই সেই কাজ বন্ধ হয়ে যায়। ফের এই কাজ কখন শুরু হবে আর কখনই বা শেষ হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে এলাকাবাসী। এরই মধ্যে রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।

jagonews24

স্থানীয় বাসিন্দা এবং উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, আমরা এ রাস্তাটা নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছি। এলাকার রোগী, মসজিদের মুসল্লিসহ সবাই এ রাস্তা দিয়ে অনেক কষ্ট করে যাতায়াত করছে। আশা করবো, মেয়র আমারদের কষ্টের কথা বিবেচনা করে দ্রুত এ কাজ সম্পন্ন করবেন।

মধ্যমপাড়ার প্রবীণ বাসিন্দা মো. ওমর আলী ফরায়েজী বলেন, আমি এ রাস্তা দিয়ে মসজিদে যেতে পারি না। কাদা দিয়ে হাঁটতে অনেক কষ্ট হয়। আমি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যেতে চাই। তাই আমার অনুরোধ এ রাস্তাটা ঠিক করা হোক।

jagonews24

বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন জাগো নিউজকে বলেন, আমি বিষয়টা জানতে পেরে যে ঠিকাদার কাজ পেয়েছে তাকে নোটিশ দিয়েছি, কেন এ কাজ এতদিন বন্ধ? যদিও তারা বৃষ্টির কারণে কাজ বন্ধ বলে জানিয়েছে। তবুও অফিসিয়ালি জবাব দিতে বলেছি এবং দ্রুত কাজ শুরুর জন্য জানিয়েছি। যদি তারা কোনো জবাব না দেয় তাহলে পৌরসভার আইন অনুসারে ব্যবস্থা নেবো।

ভবতোষ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ভবতোষ চাকমার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও এ রাস্তার কাজের অংশীদার সাবেক কাউন্সিলর মো. হোসেন বলেন, বৃষ্টির কারণে এবং ঠিক সময়ে বরাদ্দের টাকা না পাওয়ায় আমরা কাজ করতে পারিনি। তবে কয়েকদিনের মধ্যে কাজ শুরু করবো সে প্রস্তুতি নিচ্ছি।

সাইফুল উদ্দীন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।