চেঙ্গি নদীতে পড়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

 

রাঙ্গামাটির নানিয়ারচরে কাপ্তাই লেকের শাখা চেঙ্গী নদীতে ডুবে নিখোঁজ ননী গোপাল চাকমা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরআগে রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন
গোপাল চাকমা।

গোপাল চাকমা নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের দুর্গম প্যারাছড়া গ্রামের একজন চা-দোকানি ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় ননী গোপাল চাকমা নৌকা থেকে নদীতে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। সোমবার রাত ১১টার দিকে তার মরদেহ নদীতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্য তন্ময় চাকমা জানান, পার্শ্ববর্তী গ্রাম পশ্চিম দেওয়ান পাড়ায় এক প্রতিবেশী মারা গেলে তার দাহক্রিয়া শেষে নৌকা চালিয়ে বাসায় আসছিলেন নদী গোপাল। এ সময় তিনি নদীতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ১০-১২টি নৌকায় করে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। সোমবার রাতে নদী গোপালের মরদেহ ভেসে ওঠে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, ননী গোপাল চাকমা নামের এক ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান।

সাইফুল উদ্দীন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।