ছেলের সামনে লাশ হলেন মা
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় শাহানা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরসরাই পৌর সদরের ডাক বাংলোর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহানা বেগম মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোভনিয়া গ্রামের নুর আহম্মদ মেস্ত্রী বাড়ির আবুল মনছুরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরসরাই সদরের সমকাল ডায়াগনস্টিক সেন্টারে ছেলের রোগ নির্ণয়ের জন্য টেস্ট করিয়ে বাড়ি ফিরছিলেন শাহানা বেগম। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে সংস্কার কাজের জন্য যানজটের সৃষ্টি হয়। এ সময় সড়ক পার হতে গিয়ে একটি হাইচ বাসচাপায় তিনি গুরতর আহত হন। আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই নারীর ছেলের চোখের সামনেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।
এসআর/জিকেএস