বুড়িগঙ্গায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীর মেঘনা ডিপো ঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু বক্কর সিদ্দিক (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিহত কিশোরের বাবা শাহিন মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
শাহীন মিয়া বলেন, বৃহস্পতিবার দুপুরে সিদ্দিক তার বন্ধুদের সঙ্গে মেঘনা ডিপোর ঘাট সংলগ্ন হাজী রহমানের বালুর ঘাটের বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে তার বন্ধুরা সবাই নদী থেকে উঠে আসে। কিন্তু নদীর স্রোতে পানির নিচে তলিয়ে যায় সিদ্দিক।
তিনি আরও বলেন, এরপর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা উদ্ধারে নামে। কিন্ত সেদিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিদ্দিকের লাশ ঘাটের পাশেই ভেসে উঠে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নৌ ফাঁড়ি পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করবেন।
মোবাশ্বির শ্রাবণ/জেএস/এএসএম