খাগড়াছড়িতে ছিন্নমূল মানুষের মধ্যে পুনাকের খাবার বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩:৪৫ এএম, ০৮ অক্টোবর ২০২২
খাগড়াছড়িতে পুনাকের খাবার বিতরণ

ছিন্নমূল, পথশিশু, বাস্তুহারা, দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী রেহানা ফেরদৌসী।

শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা তিন শতাধিক অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

জেলা পুনাক সভানেত্রী ও খাগড়াছড়ির পুলিশ সুপারের স্ত্রী রেহানা ফেরদৌসীর পক্ষে এ খাবার বিতরণ করা হয়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের স্ত্রী বিলকিস রহমানের নেতৃত্বে পুনাক সদস্যরা এ খাবার বিতরণ করেন।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী রেহানা ফেরদৌসী বলেন, খাগড়াছড়ি পুনাক সবসময়ই অসহায় মানুষের জন্য কাজ করে আসছে। মানবিক কাজ দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে পুনাক।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম বলেন, পুনাক শুরু থেকেই সমাজের অসহায় নারীদের জন্য কাজ করে আসছে। বর্তমানে অসহায় নারীদের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে যাচ্ছে। এমন মানবিক কর্মকাণ্ডের জন্য পুনাক সভানেত্রীকে ধন্যবাদ জানান তিনি।

মুজিবুর রহমান ভুইয়া/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।