চকরিয়ায় বাচ্চা হাতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৯ অক্টোবর ২০২২
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় অসুস্থ হয়ে দুই বছর বয়সী একটি বাচ্চা হাতি মারা গেছে। রোববার (৯ অক্টোবর) দুপুরে ময়নাতদন্ত শেষে উপজেলার খুটাখালী ইউনিয়নের হাজীরঘোনা মধুশিয়া বাগানে মাটিচাপা দেয়া হয়েছে।

ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন দাস জানান, শুক্রবার রাতে গহীন বনের হাজীরঘোনা এলাকায় একদল বন্যহাতি আসে। ধারণা করা হচ্ছে ওই রাতে হাতিটি মারা গেছে। মধুশিয়া বাগানে দুই বছর বয়সী একটি হাতি মারা যাওয়ার খবর পেয়ে ১টার দিকে বনবিভাগ ও প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জনসহ ঘটনাস্থলে যাই। পরে ময়নাতদন্ত শেষে হাতিটি সেখানে মাটিচাপা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন নেই। সেখানে বিদ্যুতের ফাঁদও নেই। অসুস্থ হয়ে হাতিটি মারা গেছে।

চকরিয়া প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মুনতাকিম বিল্লাহ মাসুম বলেন, লিভারে ইনফেকশন হওয়ায় হাতিটি মারা গেছে বলে মনে হচ্ছে। মৃত হাতিটির ওজন এক টন। দৈর্ঘ্য প্রায় ছয় ফুট। দুদিন আগে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

গত এক বছরে ডজনাধিক হাতি কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও-গজালিয়া, ঈদগড়, খুটাখালী, ফাঁসিয়াখালী, রামু এলাকায় মারা যায়।

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।