কক্সবাজার সৈকতের ৪১৭ অবৈধ দোকান উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১০ অক্টোবর ২০২২

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা, কলাতলী এবং লাবনী পয়েন্টে অবৈধভাবে নির্মিত ৪১৭টি ঝুপড়ি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সোমবার (১০ অক্টোবর) দিনব্যাপী এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সচিব আবু জাফর রাশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানসহ আরও কয়েকজন ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।

কক্সবাজার সৈকতের ৪১৭ অবৈধ দোকান উচ্ছেদ

এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, যাদের দোকান উচ্ছেদ হয়েছে তাদের প্রতি সরকার খুবই আন্তরিক। তাদের পুনর্বাসনের জন্য সরকারকে জানানো হবে।

অভিযানকালে র্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিসসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখেন।

সায়ীদ আলমগীর/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।