শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১০ অক্টোবর ২০২২
ফাইল ছবি

কিশোরগঞ্জের নিকলীতে শ্বশুরবাড়ি থেকে শরীফ মিয়া (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার সিংপুর ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শরীফ করিমগঞ্জ উপজেলার কিরাটন গাঙ্গপাড় গ্রামের মতি মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, কাজল মিয়ার মেয়ে সুবর্ণা আক্তারের সঙ্গে শরীফ মিয়ার বিয়ে হয় চার বছর আগে। ৬ অক্টোবর শরীফ মিয়া তার স্ত্রীর বড় ভাই মো. তাকবীরের বিয়ের দাওয়াতে শ্বশুরবাড়ি যান। রোববার রাতে স্ত্রী সন্তান নিয়ে বসতঘরে ঘুমাতে যান শরীফ। সোমবার ভোরে স্ত্রী সুবর্ণা আক্তার তার স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে স্বজনদের জানান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিকলী থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।