নোয়াখালী জেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ১১ অক্টোবর ২০২২

নোয়াখালী জেলা পরিষদের সব পদের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১১ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ১৭ অক্টোবরের নোয়াখালী জেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিত থাকবে।

চিঠির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান। তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কার্যক্রম অব্যাহত আছে।

এর আগে শুধুমাত্র চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করেছিল চেম্বার জজ আদালত। আর মঙ্গলবার সব পদের নির্বাচন স্থগিত করলো ইসি।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু (চশমা) ও কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু (আনারস)।

নির্বাচনে সাতটি ওয়ার্ডে সদস্য পদে ২৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাটখিল ও হাতিয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দুই সদস্য নির্বাচিত হয়েছেন। জেলায় নয় উপজেলায় মোট ভোটার সংখ্যা এক হাজার ৩০৬ জন।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।