হাতিয়ায় লবণবোঝাই ট্রলারডুবি, ৭ মাঝিমাল্লা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:১২ পিএম, ১১ অক্টোবর ২০২২

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে এমভি বাহার নামে একটি লবণবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় স্পিডবোট চালকরা ট্রলারে থাকা সাত মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করেছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সুখচর ইউনিয়নের মৌলভি চরের কাছে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া মাঝিমাল্লাদের সবার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়।

দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের নাবিক মো. আতিকুল ইসলাম জানান, তারা ৬০০ মণ লবণ নিয়ে চট্টগ্রাম থেকে ঝালকাঠি যাচ্ছিলেন। হাতিয়ার পাশ দিয়ে যাওয়ার সময় ডুবোচরে আটকে পড়ে জোয়ারের তোড়ে ট্রলারটি উল্টে যায়। এসময় ট্রলারে থাকা সাত মাঝিমাল্লা নদীতে ভাসতে থাকেন।

Hatia-2

এদিকে, ট্রলারটি ডুবে যাওয়ার দৃশ্য হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাটে চলাচলকারী সিট্রাকের লোকজন দেখে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘাট থেকে যাত্রীবাহী স্পিডবোট গিয়ে ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় সাত মাঝিমাল্লাকে উদ্ধার করে চেয়ারম্যান ঘাটে নিয়ে আসে।

ট্রলারের মাঝি মো. বাদশা বলেন, ট্রলারটি জোয়ারের তোড়ে উল্টে গেলে সবাই যে যার মতো ভাসমান জিনিসপত্র নিয়ে নদীতে ঝাঁপ দিই। একপর্যায়ে ভাসতে ভাসতে উত্তর দিকে চলে গেলে একটি স্পিডবোট এসে আমাদের সবাইকে উদ্ধার করে। তবে ট্রলারটি জোয়ারের তোড়ে সম্পূর্ণ ডুবে যাওয়ায় তা আর উদ্ধার করা সম্ভব হবে না।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ার পরপরই সিট্রাকের মাস্টার মোবাইলে আমাকে বিষয়টি জানান। পরে স্থানীয়ভাবে স্পিডবোট পাঠিয়ে মাঝিমাল্লাদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাঝিমাল্লাদের সঙ্গে মোবাইলে কথা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। তাদের মধ্যে কেউ নিখোঁজ নেই।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।