সালিশ থেকে ফেরার পথে সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:১৫ পিএম, ১২ অক্টোবর ২০২২
ফাইল ছবি

কক্সবাজার সদর উপজেলায় সালিশ থেকে ফেরার পথে নবাব মিয়া (৪৫) নামের সাবেক এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১১ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বড়চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। নবাব ওই এলাকার আবদুল হকের ছেলে এবং পুলিশের সাবেক কনস্টেবল ছিলেন।

নিহতের ছোটভাই ও আইনজীবী শওকত বেলাল বলেন, ‘ভাই একটি জাল কিনে একই এলাকার নুর আহমদের ছেলে দিদার মিয়াকে ভাগে দেন। এক হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে ১৫ দিন আগে দুজনের মধ্যে মতবিরোধ হয়। এর জেরে মঙ্গলবার রাতে স্থানীয় আবদু শুক্কুরের বাড়ির একটি সালিশ থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন ভাইকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। গুরুতর আহতাবস্থায় তাকে কক্সবাজার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এখনো পর্যন্ত হত্যার শিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি। তবে হামলায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।