বিকেএসপিতে সাফ বিজয়ী পাঁচ নারী ফুটবলারকে সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৫:৩৭ এএম, ১৪ অক্টোবর ২০২২

সাফ বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের বিকেএসপির পাঁচ নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান -বিকেএসপি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এক অনারম্বড় আয়োজনের মাধ্যমে দেওয়া হয় এ সংবর্ধনা।

সাফ ফুটবলে অংশ নেওয়া ফুটবলার আঁখি খাতুন, স্বপ্না রানী, ঋতুপর্ণা চাকমা, সাথী বিশ্বাস ও ইতি রানী বিকেএসপি শিক্ষার্থী হওয়ায় তাদের নিজ প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় এ সংবর্ধনা। এসময় তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা ক্রেস্ট ও এক লাখ টাকা।

বিকেএসপির মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাজহারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়াও যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন ও বিকেএসপির কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।