বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পালিয়েছেন প্রেমিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১৫ অক্টোবর ২০২২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক মো. বেলাল হোসেনের (২২) বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী (১৮)।

শনিবার (১৫ অক্টোবর) সকাল থেকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরিদ সমাজে এ ঘটনা ঘটে।

এদিকে, প্রেমিকার উপস্থিত টের পেয়ে প্রেমিক বেলাল সপরিবারে পালিয়ে গেছেন।

ভুক্তভোগী তরুণী জানান, তিনি ও প্রেমিক বেলাল একই ইউনিয়নের বাসিন্দা। দুই বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুবাদে বিয়ের প্রতিশ্রুতিতে দুই মাস আগে তাকে ধর্ষণ করেন বেলাল। এর মধ্যে ১৫ দিন আগে বেলাল প্রেমিকার বাড়ি গিয়ে বিয়ের আশ্বাস দেয়।

বিষয়টি জানতে পেরে বেলালের পরিবারের লোকজন তাকে অন্যত্র বিয়ে করানোর জন্য প্রস্তুতি নেয়। পরে তিনি (প্রেমিকা) বিয়ের দাবিতে অনশন শুরু করেন। বেলাল তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দেন ওই তরুণী।

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, পালিয়েছেন প্রেমিক

এ বিষয়ে জানতে চাইলে প্রেমিক বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। তাদের মোবাইলফোনও বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফরিদ সমাজের সভাপতি বোরহান উদ্দিন বলেন, ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত তরুণের প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার সমাজকে বিষয়টি জানায়। তবে ছেলেপক্ষ বৈঠকে না আসায় বিষয়টির কোনো সুরাহা হয়নি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।