সেবাপ্রার্থী নারীকে গালিগালাজ করা এসআইয়ের বিরুদ্ধে তদন্ত কমিটি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় সেবাপ্রার্থী এক নারীকে প্রকাশ্যে গালিগালাজ করে প্রত্যাহার হওয়া উপ-পরিদর্শক (এসআই) মো. রতন মিয়ার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, কোম্পানীগঞ্জের চরকাঁকড়া গ্রামের সেতারা বেগম (৫৭) নামে এক নারী তার ছেলেকে বিদেশে পাঠানো নিয়ে প্রতারিত হয়ে থানায় যান। এসআই রতন মিয়া তার বিষয়টি সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়ে দুই হাজার টাকাও নেন। পরে গত শনিবার এসআই রতন ওই নারীকে বসুরহাট বাজারের একটি রেস্টুরেন্টে বৈঠকের কথা বললে তিনি সেখানে যেতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে এসআই রতন তাকে মোবাইলফোনে অশ্লীল গালিগালাজ করেন।
সেতারা বেগম বলেন, পরে থানায় গিয়ে এসআই রতনের সঙ্গে দেখা করলে তিনি থানার গেটে প্রকাশ্যে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি আমার ছেলে ভিডিও করলে সবার দৃষ্টিগোচর হয়। পরে এসআই রতন মিয়া বাড়িতে এসে এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য শাসিয়ে যান।
তবে এসআই রতন মিয়ার দাবি, ওই নারীকে সমস্যার সমাধানের জন্য রেস্টুরেন্টে বসতে বলা হয়েছিল। কথা না শোনায় রাগের মাথায় কিছু অশ্রাব্য কথা বলা হয়েছে। পরে তার বাড়িতে গিয়ে দুঃখও প্রকাশ করা হয়েছে। প্রত্যাহার হওয়ার পর সোমবার সকালে জেলা পুলিশ লাইন্সে যোগদান করেছি।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এসআই রতন মিয়াকে রোববার রাতেই পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অফিসের পরিদর্শক (অপরাধ) মো. এনামুল হককে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/এমএস