উখিয়ায় দুই রোহিঙ্গা নেতা হত্যাকাণ্ডে গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:০২ পিএম, ১৮ অক্টোবর ২০২২
দুই রোহিঙ্গা নেতা হত্যাকাণ্ডে গ্রেফতার আসামিরা

কক্সবাজারের উখিয়ায় দুই রোহিঙ্গা নেতা মো. আনোয়ার ও মৌলভী ইউনুসকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চারজন হলেন- ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের শামসু আলম (৫২), রশিদ আহমেদ (৫৩), এফ ব্লকের মাহবুবুর রহমান (২৮) ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের নজির আহম্মেদ (৪৭)।

বিষয়টি নিশ্চিত করে এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ঘটনার পর থেকে অপরাধীদের গ্রেফতারে ব্লক-রেইডসহ নানা কৌশলে অভিযান চালানো হয়। এসময় ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। অন্যান্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে গত ১৫ অক্টোবর রাতে ক্যাম্পে কুপিয়ে হত্যা করা হয় রোহিঙ্গা নেতাকে মো. আনোয়ার ও সাবমাঝি মৌলভী ইউনুসকে। এই ঘটনায় নিহত আনোয়ারের ভাই বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় মামলা করেন।

সায়ীদ আলমগীর/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।