আওয়ামী লীগ না করলেই মামলায় আসামি করা হচ্ছে: শাহজাহান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:০০ পিএম, ১৮ অক্টোবর ২০২২
নোয়াখালীতে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান

বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘মামলা করার জন্য এখন কোনো ঘটনা লাগে না, আর আসামি হওয়ার জন্য বিএনপিও করা লাগে না। আওয়ামী লীগ না করলেই যে কোনো সাধারণ নাগরিককেও মিথ্যা মামলায় আসামি করা হচ্ছে।’

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নোয়াখালী আদালতে দলীয় নেতাকর্মীদের জামিন নিতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এদিন জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার আদালতে বিএনপির ৭৯৫ নেতাকর্মী জামিনের আবেদন করে জামিন পান।

বিএনপির এ নেতা বলেন, ‘আজ আমাদের দুই উপজেলার ছয়টি মামলায় ৭৯৫ জনের জামিন দিয়েছেন আদালত। এতে আমরা মনে করি, ন্যায় বিচার পেয়েছি। আশা করি, সামনের দিনগুলোতেও আমরা এভাবে ন্যায় বিচার পাবো।’

jagonews24

আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ‘বিএনপি যুগপৎ আন্দোলনের দিকে যাচ্ছে। এতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরোধিতাকারী যে কেউ বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হতে পারে। নির্বাচন নয়, আমাদের একমাত্র লক্ষ্য এ সরকারের পতন।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠানোর প্রসঙ্গ টেনে মো. শাহজাহান বলেন, ‘সরকার চায় এখন বাধ্যতামূলকভাবে সবাই আওয়ামী লীগ করতে হবে। তা না হলে ওই সচিবের মতো সবাইকে চাকরি হারাতে হবে। এটি কোনো গণতান্ত্রিক দেশের কাঠামো হতে পারে না।’

তিনি বলেন, ‘বর্তমানের পাতানো নির্বাচনে বিএনপি যাবে না, এ নির্বাচন হতেও দেওয়া হবে না। সরকার পতনের পর নতুন ইলেকশন কমিশন গঠন করে যে নির্বাচন হবে তাতে বিএনপিসহ সমমনা দলগুলো অংশগ্রহণ করবে।’

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানসহ মামলায় আসামি হওয়া বিভিন্ন উপজেলার বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।