টেকনাফে হত্যা মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৯ অক্টোবর ২০২২
র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া আসামি শওকত আলম

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিকাশ-নগদ এজেন্ট আবদুর রহমান হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৯ অক্টোবর) ভোরে উপজেলার নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শওকত আলম (৩৮) টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপড়ার মৃত আলী আকবরের ছেলে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জাগো নিউজকে বলেন, সোমবার সকালে টেকনাফের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন বাজারের পাশে মাটিতে পড়ে
থাকা আবদুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার নিহতের ভাই আবদুস শুক্কুর (২৮) বাদী হয়ে টেকনাফ থানায় হত্যা মামলা করেন। এরপর র‌্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার সাত নম্বর আসামি শওকত আলমকে গ্রেফতার করে। তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।