মোবাইল কানে রেললাইন পার হতে গিয়ে প্রাণ গেলো তরুণের
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে তোফাজ্জল হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত তোফাজ্জল হোসেন মিঠামইন উপজেলার সাহেবনগর গ্রামের মানিক মিয়ার ছেলে। তিনি ভৈরবের একটি মশার কয়েল কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। এ সময় তোফাজ্জল মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রেললাইন পার হচ্ছিলেন। একপর্যায়ে ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুমেল মিয়া বলেন, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
রাজীবুল হাসান/এসআর/এএসএম