ভাইকে গাছে বেঁধে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২২ অক্টোবর ২০২২

গাজীপুরে ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে এক পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণ ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।

শুক্রবার (২১ অক্টোবর) মহানগরীর সদর থানার অধীন দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।

আটকরা হলেন গাজীপুর মহানগরীর বাসন থানার বাড়িয়ালী এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২২) ও বারবৈকা এলাকার তোফায়েল আহমেদের ছেলে মনির হোসেন (২৮)।

গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমেদ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ৪-৫ যুবক মহানগরীর টেকনগপাড়া এলাকার রাস্তা থেকে এক কিশোরী (১৬) ও তার ছোটভাইকে তুলে পার্শ্ববর্তী দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকার জঙ্গলে নিয়ে যান। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে ভাইকে গাছের সঙ্গে বেঁধে রাখেন তারা। পরে কিশোরীকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন যুবকরা।

Rape-(2)

যুবকদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে কিশোরীটি কৌশলে সেখান থেকে দৌড়ে পালিয়ে পার্শ্ববর্তী আসাদ নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়। এ ঘটনার পর যুবকরা পালিয়ে যাওয়ার সময় জসিম ও মনির নামের দুজনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও এলাকাবাসী। এ সময় নাসিম ও জাহেদুলসহ অপর তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মহিউদ্দিন আহমেদ জানান, আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের ব্যবহৃত চাপাতি ও হাতুড়ি এবং বেঁধে রাখা শিশুটিকে উদ্ধার করা হয়। তারা ছিনতাইকারী ও মাদক কারবারি দলের সদস্য।

ধর্ষণের শিকার কিশোরী জানায়, তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানা এলাকায়। সে গাজীপুরের টেকনগপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করে। শুক্রবার সকালে ছোটভাইকে সঙ্গে নিয়ে টেকনগপাড়া এলাকার এক বান্ধবীর বাসায় যায়। দুপুর ১২টার দিকে সেখান থেকে বাসায় ফেরার পথে ৪-৫ যুবক রাস্তা থেকে তাদের তুলে নেন। পরে দক্ষিণ সালানার বাতানিয়া টেকের জঙ্গলে নিয়ে ভাইকে বেঁধে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করেন।

ইন্সপেক্টর মহিউদ্দিন আহমেদ জানান, ভিকটিম ও আটকরা পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে। ভিকটিমের মা বাদী হয়ে রাতে থানায় মামলা করেছেন। পলাতক অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আমিনুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।