বিক্রির জন্য নিয়ে আসা লজ্জাবতী বানর বনে অবমুক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২২ অক্টোবর ২০২২

রাঙ্গামাটির কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি বিটের গহীন অরণ্য থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে বানরটি উদ্ধারে পর বনে অবমুক্ত করা হয়।

কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, রেঞ্জের ব্যাঙছড়ি বিটের গহীন অরণ্যে এক ব্যক্তি লজ্জাবতী বানরটি বিক্রির জন্য নিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে পাচারকারী খাঁচাবন্দী বানরটি রেখে পালিয়ে যান।

পরে রাঙ্গামাটির বন সংরক্ষক মো. মিজানুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছালেহ মো. শোয়াইব খানের নির্দেশনায় সন্ধ্যায় বানরটি অবমুক্ত করা হয়।

এসময় বনপ্রহরী মো. গিয়াসউদ্দিন, মো. আবু বক্কর, মো. আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাইফুল উদ্দীন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।