বমি করার কথা বলে প্রিজনভ্যান থেকে পালালেন রোহিঙ্গা আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২২ অক্টোবর ২০২২
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়া থেকে আদালতে নেওয়ার সময় পুলিশের প্রিজনভ্যান থেকে পালিয়েছেন এক রোহিঙ্গা আসামি।

শনিবার (২২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

পলাতক আসামি মুজিবুল আলম (২৮) কুতুপালং ক্যাম্প-২ ওয়েস্ট ডি ব্লকের দিল মোহাম্মদের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বিকেলে ১২ জন আসামিকে উখিয়া থেকে প্রিজনভ্যানে করে কক্সবাজার আদালতে পাঠানো হয়। পথে রামু সেনানিবাস এলাকা অতিক্রম করার পর হঠাৎ একজন আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এ সময় তালা খুলে পলিথিন দিতে গেলে তিনি পালিয়ে যান।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া আসামি একজন রোহিঙ্গা। তাকে গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

এ ঘটনায় প্রিজনভ্যানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসপি।

সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।