উখিয়ায় বাংলাদেশি পাসপোর্টসহ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৩ অক্টোবর ২০২২
পাসপোর্টসহ আটক রোহিঙ্গা ব্যক্তি

কক্সবাজারের উখিয়া উপজেলায় বাংলাদেশি পাসপোর্টসহ মোহাম্মদ শরীফ (৪৩) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।

শনিবার (২২ অক্টোবর) রাত ৮টায় উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলার ডালায় রোহিঙ্গা ক্যাম্প-১১ এর সিআইসি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। শরীফ রোহিঙ্গা ক্যাম্প-১১ এর ব্লক সি/১২ এর মোহাম্মদ হাশিমের ছেলে।

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, শরীফের লুঙ্গিতে গুজানো অবস্থা একটি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান বিদেশ যাওয়ার উদ্দেশ্যে মিথ্যা পরিচয়ে উক্ত পাসপোর্ট তৈরি করেছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, শরীফের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার পর উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম. গফুর উদ্দিন চৌধুরী জাগো নিউজকে বলেন, বছরখানেক আগে কড়াকড়িতে রোহিঙ্গারা পাসপোর্ট পাচ্ছিলেন না। কিন্তু সম্প্রতি সময়ে আবারও রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি পাসপোর্ট যাওয়া চরম উদ্বেগের। আগে বাংলাদেশি পাসপোর্টে যেসব রোহিঙ্গা প্রবাসে গেছে তাদের অপকর্মে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। দেশের মান রক্ষায় রোহিঙ্গারা যেন পাসপোর্ট না পায় সে বিষয়ে আরও সচেতন হওয়া জরুরি।

সায়ীদ আলমগীর/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।