নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসে সন্তান প্রসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:২৪ এএম, ০৬ নভেম্বর ২০২২

ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেসে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। পরে তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়। শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা স্টেশন সংলগ্ন রসুলপুর ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে নরসিংদী থেকে নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে তানিয়া আক্তার (২১) নামের ওই প্রসূতি ট্রেনে উঠেন। তিনি নরসিংদীর মাধবদী এলাকার এরশাদ মিয়ার স্ত্রী।

একই ট্রেনের যাত্রী মো. মাঈন উদ্দিন বাবলু জানান, নরসিংদী স্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশ্যে উপকূল এক্সপ্রেসের ‘খ’ বগির ৪৮-৪৯ নম্বর সিটে উঠেন এরশাদ-তানিয়া দম্পতি। ট্রেনটি রসুলপুর ক্রসিং এলাকায় আসতেই প্রসব বেদনা উঠে তানিয়ার। বিষয়টি জানতে পেরে ট্রেনে কর্তব্যরত গার্ডরা ওই বগির সব যাত্রীদের অন্য বগিতে সরিয়ে নেন। পরে সেখানে নারী যাত্রীদের সহযোগিতায় তার প্রসবের ব্যবস্থা করেন।

নবজাতকের বাবা এরশাদ মিয়া জানান, আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই। আমার স্ত্রী এবং বাচ্চা দুজনই সুস্থ আছেন। বর্তমানে তারা কুমিল্লা আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. বাধন জানান, বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।