রাঙ্গামাটিতে অগ্নিদুর্ঘটনা রোধে নৌ ফায়ার স্টেশন নির্মাণের দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১৫ নভেম্বর ২০২২
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে পালিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে এ সপ্তাহ উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. দিদারুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটির পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি পৌর শহর পুরোটাই কাপ্তাই হ্রদবেষ্টিত। এখানে পাড়ার সড়কগুলো খুব সরু। অনেক সময় কোনো এলাকায় অগ্নিকাণ্ড ঘটলে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। তাই নৌ ফায়ার স্টেশন থাকলে এটি আরও দ্রুত কার্যকর হতো।

বক্তারা আরও বলেন, এছাড়া অনেক জনগুরুত্বপূর্ণ উপজেলায় এখনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রায় আগুনে ক্ষতির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এজন্য দ্রুততম সময়ের মধ্যে নৌ ফায়ার স্টেশন নির্মাণসহ প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস নির্মাণের দাবি জানান বক্তারা।

সাইফুল উদ্দীন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।