শ্রীমঙ্গলে ফিসারি থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৬ এএম, ২০ নভেম্বর ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিসারিতে পাওয়া গেলো বড় আকারের অজগর। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের স্বপন দেব সজল অজগরটিকে উদ্ধার করে। অজগরটি ১০ ফুট লম্বা ও ১৪ কেজি ওজনের।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার নওয়াগাঁও গ্রামের মুসাব্বির আল মাসুদের ফিসারিতে শ্রমিকরা কাজ করতে গিয়ে বড় আকারের একটি অজগর দেখতে পান। এ সময় শ্রমিকরা অতঙ্কিত হয়ে শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ফিসারিতে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন।

সজল দেব বলেন, উদ্ধারকরা অজগর সাপটি ১০ ফুট লম্বা, এর ওজন ১৪ কেজি। অজগরটি কিছুটা অসুস্থ মনে হয়েছে। সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সুস্থ হলে সাপটিকে রবিবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

আব্দুল আজিজ/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।