শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, সঙ্গীত শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

রাঙ্গামাটিতে এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির দায়ে সঙ্গীত শিক্ষক রনজিত পাটোয়ারীকে (৫৫) ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ. ই.এম ইসমাইল হাসন এই রায় ঘোষণা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সাইফুল ইসলাম অভি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌন নিপীড়নের দায়ে আসামিকে দোষী প্রমাণিত করে আট বছর সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। এই রায়ে আমরা খুশি। এ রায়ের পর আমার মন হয় সমাজ থেকে এই রকম অপরাধ দূর হবে এবং শিক্ষক-শিক্ষার্থীর মধ্য যে সম্মানজনক মনোভাব তা বহাল থাকবে।
সাইফুল উদ্দীন/জেএস/এএসএম