খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০২২

ঝিনাইদহ সদরের কুশাবাড়িয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো কাফিন মুন্সি (৮) ও সাফিন মুন্সি (৬)। তারা ওই গ্রামের শিপন মুন্সির ছেলে। কাফিন স্থানীয় কুশাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে স্কুল থেকে ফিরে বড় ভাই কাফিন তার ছোট ভাই সাফিনকে নিয়ে বাড়ির পাশে খেলা করছিল। এসময় অসাবধানতাবশত তারা পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা উদ্ধার করে তাদের সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফাল্গুনী রানী সাহা বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।