ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রীর মৃত্যু, আটক চালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২

কক্সবাজারের টেকনাফ মহাসড়কে ডাম্প ট্রাকের ধাক্কায় মো. ইকবাল (৫০) নামের এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল টেকনাফ উপজেলার হোয়াইক্যং নয়াপাড়া মাস্টার আব্দুল বারীর ছেলে।

এসময় ঘাতক ডাম্পট্রাকের চালক নুরুল বশরকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার চালক চকরিয়ার ফাঁসিয়াখালী মৃত ইউসুফের ছেলে।

নিহত মো. ইকবালের ভাই আব্দুল গাফ্ফার বলেন, টেকনাফগামী একটি ডাম্প ট্রাক দ্রুত গতিতে যাওয়ার সময় অন্যদিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশায় থাকা আমার ভাইয়ের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী জাগো নিউজকে বলেন, হোয়াইক্যং কাঞ্জরপাড়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় পা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হওয়া অটোরিকশা যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘাতক ডাম্পট্রাক ও দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ডাম্প ট্রাকচালককেও আটক করা হয়েছে।

সায়ীদ আলমগীর/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।