নাশকতার মামলায় গাংনীর জামায়াতের আমির গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২

মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতের আমীর রবিউল ইসলামকে (৬০) নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে গাংনী থানা পুলিশের একটি টিম তাকে তার বাসভবন থেকে গ্রেফতার করে। তিনি গাংনীর বিশ্বাস পাড়ার মৃত আব্দুর রউফের ছেলে। গ্রেফতার রবিউল ইসলামকে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনীর ভাটপাড়া গ্রামের মসজিদে দলীয় লোকজনকে নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। এসময় পুলিশ অন্যান্যদের আটক করতে সক্ষম হলেও রবিউল ইসলাম পালিয়ে যায়। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা রুজু করা হয়। ওই মামলায় আদালতের তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরই ধারাবাহিকতায় তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

আসিফ ইকবাল/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।