মেহেরপুরে বিজয় দিবসে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি চিকিৎসা বিজিবির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৪:২৯ এএম, ১৭ ডিসেম্বর ২০২২

মহান বিজয় দিবসে মেহেরপুর মুজিবনগরে অসহায় ও দরিদ্রের মাঝে শীতবস্তু ও বিনামূল্য ওষুধ বিতরণ করেছে বিজিবি।

শুক্রবার বিকেলে মুজিবনগর উপজেলার বিজিবি ক্যাম্পের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মাহবুবুর রহমান।

এর আগে সকাল দশটা থেকে অসহায় ও দরিদ্রদের চিকিৎসা প্রদান করেন চুয়াডাঙ্গা বিজিবি হাসপাতালের চিকিৎসক ডা. মেজর ফারহানা ইয়াসমিনের নেতৃত্বে একটি দল। পরে বিকেলে শতাধিক মানুষের মাঝে ওষুধ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। মুজিবনগর বিজিবি কোম্পানি কমান্ডার শেখ শহিদুর রহমানসহ বিজিবি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

মেহেরপুর মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের ভ্যানচালক রায়হান শেখ জাগো নিউজকে বলেন, স্ত্রী ছেলেমেয়ে নিয়ে একসঙ্গে বসবাস করি। শীত এসেছে। আমি একজন অসহায় মানুষ। শীত নিবারণের জন্য একটি কম্বল নিতে এসেছি।

jagonews24

একই গ্রামের ৬৫ বছর বয়সী রঙ্গিলা বেগম বলেন, আমার কেউ নাই। কাজ করে খাই। আমার অনেক বয়স হয়েছে। এখন আগের মত আর কাজ করতে পারি না। তাই কোনো চিকিৎসাও করাইতে পারতেছি না। রাতে ভালো ঘুম হয় না। মানুষের কাছে হাত পেতে খাই। শীতের কম্বলটা নিতে এলাম, যেন শীতটা কাটাইতে পারি।

এদিকে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানেরও আয়োজন করেছে বিজিবি। চিকিৎসক দেখিয়ে চাহিদাপত্র অনুযায়ী অনেকে নিচ্ছেন ওষুধ।

একই গ্রামের আরেক বাসিন্দা রফেজান খাতুন বলেন, আমার বুকে সমস্যা। ডাক্তার দেখাইয়া ওষুধ নিয়েছি।

jagonews24

তুফান মন্ডল নামের একজন বলেন, দীর্ঘদিন ধরে হাঁপানিতে ভুগছি। ওষুধ খাচ্ছি। ভালো হচ্ছে না। সবসময় ডাক্তারও দেখাইতে পারি না। তাই এখানে ফ্রি ডাক্তার দেখাতে ও ওষুধ নিতে এলাম।

কম্বল বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির বিষয়ে বিজিবির চুয়াডাঙ্গা ৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে মুজিবনগরে শতাধিক গরিব-দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে।

বিনামূল্যে ওষুধ ও শীতবস্ত্র পেয়ে বিজিবিকে ধন্যবাদ জানান অসহায় ও দরিদ্র মানুষেরা।

আসিফ ইকবাল/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।