গাংনীতে খাল খননকাজের উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২

মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর-ঝোড়াঘাট খাল খননকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এ কাজের উদ্বোধন করেন।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) আওতায় ছয় হাজার ৪০০ মিটার এ খাল খননের জন্য ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ টাকা।

গাংনী উপজেলা যুবলীগের নেতা রাহিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বামন্দী ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস ও কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন।

এমপি সাহিদুজ্জামান খোকন জানান, ১৭টি খাল খননের জন্য পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী বছরের মধ্যে সব খাল পুনঃখনন শেষ হবে।

আসিফ ইকবাল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।