যশোরে বাল্যবিয়ে পড়ানোয় কাজির ৬ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২২

যশোরে বাল্যবিয়ে পড়ানোয় জেলা কাজি সমিতির সভাপতি মনিরুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তার দুই সহযোগীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরের শহরের কোট চত্বর এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী।

যশোরে বাল্যবিয়ে পড়ানোয় কাজির ৬ মাসের কারাদণ্ড

মনিরুল ইসলাম যশোরের রেলগেট এলাকার আব্দুর রবের ছেলে। তার দুই সহযোগী হলেন- মনিরুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (২৭) ও শহরতলি বিরামপুর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান (৪০)।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত কাজী মাওলানা মনিরুল ইসলামের অফিসে তল্লাশি চালিয়ে রেজিস্টারে বর-কনের সঠিক বয়স না লেখার প্রমাণ পায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত মাওলানা মনিরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানাসহ ছয় মাসের কারাদণ্ড দেন। তার দুই সহযোগী মোস্তাফিজুর রহমান ও তারিকুল ইসলামকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।

মিলন রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।